বাজারে অনেক রকমের ডেটিং অ্যাপ আছে। আমরা এখন ফোন থেকে বন্ধু খুঁজতে ব্যস্ত।চ্যাটে কথা বলা এবং কথা বলা থেকে বন্ধুত্ব আর তারপর সামনাসামনি দেখা। কিন্তু কতটা ভয়ঙ্কর হতে পারে, এই Dating Apps?


আরও পড়ুন: বলিউডে পা রেশমিকা মান্দানা, সামনে এলো "মিশন মাজনু'র" পোস্টার

অজ্ঞাত যুবকের ফাঁদে পা দিয়ে ধর্ষণের শিকার এক তরুণী। 'টিন্ডার (Tinder)' নামক এক ডিটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় দুজনের। মাত্র একদিনের আলাপে যুবকের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায় ওই তরুণী। একটি হোটেলে তারা দেখা করেন। তরুণীর অভিযোগ, তাকে জোর করে অ্যালকোহল খাইয়ে যুবকের বাড়ি নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। বাড়িতে এসেই সময় কেউ ছিলনা। অভিযুক্ত অভিজিৎ বাঘকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আপনার কি মনে হয় এইসব অ্যাপ কি বিপদজনক?




কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন